ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে এখনও ৬০ থেকে ৮০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেন, তবে আগামীকাল বুধবার দুপুরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা জানান। বলেন, ঘূর্নিঝড় সিত্রাং বিদ্যুতের অবকাঠামোতে আঘাত করেছে। যার কারণে পল্লী বিদ্যুৎ বেশি ক্ষতির মুখে পড়েছে। সব মিলিয়ে ২ হাজার পোল ক্ষতিগ্রস্ত হয়েছে।
নসরুল হামিদ আরও জানান, কয়েক মাসের মধ্যে বিদ্যুতের অবস্থা ভালো হবে। ঢাকা ও চট্টগ্রামে দ্রুত লোডশেডিং কমানোর চেষ্টা চালানো হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়টি বিবেচনা করে বিদ্যুৎ উপদেষ্টা আশঙ্কার কথা বলেছেন বলেও জানান তিনি।
/এমএন
Leave a reply