ঋষি সুনাকের মন্ত্রিসভার শীর্ষ স্থানগুলোয় আসেনি রদবদল

|

ক্ষমতায় বসেই নিজের মন্ত্রিসভা ঘোষণা করলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অবশ্য খুব একটা রদবদল আসেনি। খবর এপির।

শীর্ষ স্থানগুলোয় বহাল রয়েছেন আস্থাভাজন মন্ত্রীরা। যার মাঝে অন্যতম চ্যান্সেলর জেরেমি হান্ট, পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি ও প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। এর মাধ্যমে স্পষ্ট হয়েছে চলমান রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাব এড়াতে এবং অর্থনৈতিক সংকট মোচনে বিদ্যমান মন্ত্রীদের ওপরই আস্থা রেখেছেন ঋষি সুনাক।

তবে, সবাইকে চমকে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ফিরেছেন সুয়েলা ব্রেভারম্যান। ব্রিটিশ রাজনীতিতে নাটকীয়তার শুরুতেই পদত্যাগ করেছিলেন তিনি। তাছাড়া তালিকায় আরও রয়েছেন ডমিনিক রাব, স্টিভ বার্কলে ও অলিভার ডাওডেনের মতো কনজারভেটিভ সদস্য। বিশ্লেষকরা বলছেন, ৩১ অক্টোবর পরবর্তী বাজেট উপস্থাপন করা হবে পার্লামেন্টে। সুতরাং মন্ত্রিসভার কলেবর বৃদ্ধি বা সংস্কার নিয়ে মাথাব্যাথার সময় নেই প্রধানমন্ত্রীর।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply