মিয়ানমারের কাচিনে সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৮০

|

মিয়ানমারের কাচিন রাজ্যে সেনাবাহিনীর বিমান হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। আর এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। খবর রেডিও ফ্রি এশিয়ার।

গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে কাচিন শিল্পী সংঘ এবং স্থানীয় মানবাধিকার সংগঠন। হামলার মাধ্যমে জান্তা প্রধান জাতিসংঘের নীতিমালা লঙ্ঘন করছেন, এমন অভিযোগ তাদের। অবিলম্বে সরকারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে তারা।

অবশ্য মিয়ানমার প্রশাসন বলছে, সন্ত্রাসীদের গোপন ঘাঁটিই ছিল অভিযানের মূল লক্ষ্য। তাতে বেসামরিক মানুষদের মৃত্যুর তথ্য বানোয়াট।

গেলো রোববার রাতে কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশনের ৬২তম বর্ষপূতি উপলক্ষ্যে ছিল কনসার্ট। তাতে উপস্থিত ছিলেন কমপক্ষে ৫০০ মানুষ। আয়োজকদে দাবি, কোনো সতর্কতা ছাড়াই রাত আটটার দিকে শুরু হয় সামরিক অভিযান। ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply