টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষেই সাকিব, এগোলেন কোহলি

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভারত। দলের জয়ে ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি।

সেই ম্যাচে ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলার সুবাদে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বড় লাফ দিলেন কোহলি। পাঁচ ধাপ এগিয়ে নবম স্থানে আছেন কোহলি।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ৬০৫ রেটিং পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থানে ছিলেন কোহলি। বর্তমানে ৬৩৫ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন নবম স্থানে।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের তারকা ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ৮৪৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনি শীর্ষে আছেন। ৮৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে।

বোলারদের তালিকায় শীর্ষস্থান দখল করে আছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। অলরাউন্ডারদের তালিকায় নাম্বার ওয়ানেই আছেন সাকিব আল হাসান।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply