অবশেষে টুইটারের মালিক হিসেবে নিজেকে পরিচয় দিলেন ইলন মাস্ক

|

ছবি: সংগৃহীত

অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম- টুইটারের মালিক হিসেবে নিজের পরিচয় দিলেন ধনকুবের ইলন মাস্ক। বুধবার ‘চিফ টুইট’ হিসেবে বায়ো আপডেট করেন তিনি।

একইসাথে পোস্ট করেন একটি ছোট্ট ভিডিও। যাতে সান ফ্রান্সিসকোর টুইটার হেডকোয়ার্টারে প্রবেশ করতে দেখা যায় তাকে। সেসময় ইলন মাস্কের হাতে ছিল একটি বেসিন। টুইট পোস্টে লেখা ছিল ‘লেট দ্যাট সিংক ইন’।

এর আগে টুইটারের সাথে চুক্তি চূড়ান্তে ইলন মাস্ককে শুক্রবার পর্যন্ত সময় বেধে দেন আদালত। নতুবা বিচারের মুখোমুখি হতে হবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে। ডেডলাইনের আগেই ৪৪ বিলিয়ন ডলার দিয়ে কেনা টুইটারের মালিক হিসেবে নিজের পরিচয় দিলেন তিনি।

গত এপ্রিলে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি কেনার ঘোষণা দেন মাস্ক। এরপরই তথ্যের স্বচ্ছতা এবং শেয়ারের মূল্য নির্ধারণ নিয়ে চলছিল টানাপোড়েন। যা আদালত পর্যন্ত গড়ায়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply