শিক্ষকের অর্থনৈতিক অবস্থা, সম্মান ও জীবনমান উন্নত করতে পারলে শিক্ষার পরিবেশও উন্নত হবে বলে মনে করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জানিয়েছেন, সীমাবদ্ধতা থাকা সত্বেও সরকার শিক্ষকদের প্রত্যাশা পূরণের চেষ্টা করছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমে সব শিক্ষকদের সম্পৃক্ত করতে না পারলেও শিক্ষা ক্ষেত্রে জড়িত প্রতিটি স্তরের প্রতিনিধি ছিলেন। শিক্ষকদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
প্রশ্ন ফাঁস শিক্ষা ক্ষেত্রের সবচেয়ে ক্ষতিকর দিক উল্লেখ করে এ সময় দীপু মনি বলেন, নকল বন্ধে শিক্ষকদেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
/এমএন
Leave a reply