১০ নম্বর ডাউনিং স্ট্রিটে উদযাপন করা হলো দীপাবলী

|

প্রার্থনারত ঋষি সুনাক।

বুধবার ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে উদযাপন করা হলো সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী দীপাবলী উৎসব। ঋষি সুনাক সদ্য নির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসার পরপরই ছিলো এ আয়োজন। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ব্রিটেনের প্রধানমন্ত্রীর অফিস থেকে একটি ছবি প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা গেছে, প্রথম ভারতীয় বংশোদ্ভুত সরকার প্রধান ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাড়িতে জ্বালাচ্ছেন ঐতিহ্যবাহী প্রদীপ। পালন করছেন সনাতন ধর্মের অন্যান্য রীতিনীতিও।

দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে ঋষি সুনাক টুইটারে লিখেন, ব্রিটেনের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সবকিছু করতে আমি প্রস্তুত। এর মাধ্যমে, পরবর্তী প্রজন্ম বহন করবে উন্নতি-সমৃদ্ধির আলো।

বুধবারের ওই অনুষ্ঠানে, মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও অতিথি ছিলেন ঋষি সুনাকের পরিবার ও তার বন্ধুরা। এ সময় ভারতীয় পোশাক পরিহিত অনেককেই ঋষি সুনাকের সাথে ছবি তুলতে দেখা গেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply