রাশিয়ার দখলকৃত দোনেৎস্কের একটি রেল স্টেশনের জ্বালানি ট্যাংক এবং তেল ডিপোয় ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। খবর দ্য গার্ডিয়ানের।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দোনেৎস্কের শাখতারস্ক শহরে নিযুক্ত রুশ প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ফায়ার ফাইটারদের রাতভর চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ভস্মীভূত স্টেশনে ছিল ট্রেনের বেশকিছু বগি ও চারটি তেলবাহী ট্যাংকার। যার একটিতে ছিলো দু’হাজার কিউবিক মিটার পরিমাণ জ্বালানি। বাকিগুলোর প্রত্যেকটিতে ছিলো ৪০০ কিউবিক মিটার করে জ্বালানি তেল।
শহর প্রশাসনের দাবি, পশ্চিমাদের দেয়া দূরপাল্লার মিসাইলের মাধ্যমে এ স্থাপনা ধ্বংস করছে ইউক্রেনীয় সেনাবহর। অবশ্য, এ হামলার ব্যাপারে এখনও কোনো স্বীকারোক্তি বা তথ্য জানায়নি জেলেনস্কি প্রশাসন।
প্রসঙ্গত, গত মাসে গণভোটের পর যে ৪টি অঞ্চল নিজ মাণচিত্রে সংযুক্ত করেছিলো রাশিয়া; দোনেৎস্ক তার অন্যতম।
/এসএইচ
Leave a reply