নিরাপত্তা বাহিনীর গুলিতে ইরানে ৮ বিক্ষোভকারী নিহত

|

ছবি: সংগৃহীত

ইরানে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। কুর্দি ইরানি তরুণী মাহসা আমিনির গ্রেফতার ও মৃত্যু ঘিরে দেশটিতে টানা ছয় সপ্তাহের নারী-নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যেই নতুন করে প্রাণহানির এই ঘটনা ঘটলো।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ছয় সপ্তাহের নারী-নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যেই এবার মারাত্মক দমন-পীড়ন চালিয়ে বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যা থেকে ইরানের নিরাপত্তা বাহিনী অন্তত আটজনকে হত্যা করেছে।

আগ্নেয়াস্ত্রের বেপরোয়া এবং বেআইনি ব্যবহারের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার অ্যামনেস্টি জানায়, ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে বুধবার রাত থেকে অন্তত আটজন নিহত হয়েছেন। নিরাপত্তা কর্মীরা শোকপ্রকাশকারী এবং বিক্ষোভকারীদের ওপর আবারও গুলিবর্ষণ করলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply