পিএসসিতে ২য় দিনের মতো ৪০তম বিসিএস নন ক্যাডার সুপারিশ প্রত্যাশীদের অবস্থান

|

পূর্বের নিয়মে নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ৪০তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রত্যাশীরা।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের পিএসসি ভবনের সামনে অবস্থান নেন তারা। জানান, বিসিএস পরীক্ষায় ক্যাডারদের পদ বরাদ্দের পর মেধা ও যোগ্যতার ভিত্তিতে নন ক্যাডারে চাকরির জন্য সুপারিশ করা হতো। কিন্তু সরকারি কর্ম কমিশনের নতুন নিয়মের ফলে নতুন প্রায় ৮ হাজার চাকরি প্রত্যাশী বঞ্চিত হবেন।

এ সময় তারা অভিযোগ করেন, এদিন সকালের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। তবে তাদের দাবি না মানা পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply