বন্দি বিনিময় করলো রাশিয়া ও ইউক্রেন। রোববার (৩০ অক্টোবর) রাতে নিজ-নিজ দেশে ফেরত পাঠানো হয় অধিবাসীদের। খবর এপির।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচার করে খবরটি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বন্দি বিনিময় চুক্তির আওতায় ৫০ সেনা সদস্যকে মুক্তি দিয়েছে কিয়েভ। দেশে ফিরেই তারা টেলিফোনে পরিবারের সাথে যোগাযোগ করেছেন।
এদিকে মস্কোও ৫০ ইউক্রেনীয় সেনাকে মুক্তি দিয়েছে। তাদের সাথে রয়েছেন দুই বেসামরিক নাগরিকও। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চলমান যুদ্ধে বহু মানুষকে করা হয়েছে বন্দি। সমঝোতার আওতায় ধাপে-ধাপে কয়েকজন ছাড়া পেয়েছেন।
এটিএম/
Leave a reply