‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া’

|

বেগম খালেদা জিয়া। ফাইল ছবি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

রাজবাড়ী মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতির জামিনের পর সোমবার (৩১ অক্টোবর) সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, খালেদা জিয়ার মামলা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।

এর প্রতিউত্তরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, রাজপথে রাজনীতির বিষয় ফয়সালা হবে। তবে মামলার বিষয়টি হাইকোর্টে নিষ্পত্তি হবে। এমন কথা বলা আইনের শাসনের লঙ্ঘনের শামিল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply