১৮টি পরিষেবাকে অত্যাবশ্যক পরিষেবা করতে নতুন আইনের খসড়া অনুমোদন

|

হাসপাতাল, বন্দর, গণপরিবহনসহ ১৮ ধরনের পরিষেবাকে অত্যাবশ্যক পরিষেবা হিসেবে ঘোষণা করতে নতুন একটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই আইন পাস হলে সরকার যেকোনো পরিষেবাকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করতে পারবে। অত্যাবশ্যক পরিষেবা হিসেবে ঘোষিত পরিষেবার সঙ্গে সম্পৃক্তরা যেন ধর্মঘট, লকডাউন ও লে-অফ করতে না পারেন, তা নিষিদ্ধ ঘোষণা করতে পারবে সরকার। আইন লঙ্ঘনে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা অথবা ১ বছর কারাদণ্ড অথবা উভয়ই দণ্ডে দণ্ডিত হবেন।

এদিন, সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্তও হয় হয়েছে। শীতকালের জন্য আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ২০২৩ সালে সরকারি ছুটি থাকছে মোট ২২ দিন। এরমধ্যে আটদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply