পানির খোঁজে চাঁদে স্যাটেলাইট পাঠাচ্ছে নাসা

|

ছবি: সংগৃহীত

পানির খোঁজে চলতি নভেম্বরে নতুন একটি স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)।

নাসার চন্দ্রাভিজান বিষয়ক প্রকল্পের ব্যবস্থাপক জন বেকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, নভেম্বরের মাঝামাঝি বা শেষ দিকে চাঁদের উদ্দেশে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। নাসার নতুন এই স্যাটেলাইটের নাম ফ্যালকন নাইন।

চাঁদে তরল পানির কোনো মজুত না থাকলেও এই উপগ্রহটিতে রয়েছে বিপুল পরিমাণ জমাট বরফের মজুত। মহাকাশ বিজ্ঞানীদের বিশ্বাস, এই বরফের স্তুপকে পানিতে রূপান্তর করা সম্ভব। যদি চাঁদের বরফের স্তুপকে পানিতে রূপান্তর করা যায়, সেক্ষেত্রে সেই পানিতে থাকা অক্সিজেন থেকে অক্সিজেনের বাতাসও তৈরি করা সম্ভব হবে। এমনকি সেই পানি খাওয়ার যোগ্যও হবে। সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে চাঁদে বসতি স্থাপনের যে স্বপ্ন মানুষ দেখে আসছে তা বাস্তবে রূপ নেবে।

তবে বরফের মজুত চাঁদের কোন কোন স্থানে রয়েছে তা এখনো স্পষ্ট নয়। শক্তিশালী ফ্ল্যাশলাইট ব্যবহারের মাধ্যমে সেই কাজটিই করবে ফ্যালকন নাইন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply