নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীনরা, তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করবেন আ. লীগ সভানেত্রী

|

ভাস্কর ভাদুড়ী:

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর দিকে মনোনিবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারই অংশ হিসেবে কেবল জেলা নয়, উপজেলা নেতাদের নিয়ে গণভবনে বর্ধিত সভা করবেন খোদ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা চলবে আগামী মার্চ পর্যন্ত।

চলতি মাস থেকে প্রতি সপ্তাহে দুইটি জেলার নেতাদের সাথে রয়েছে বৈঠকের পরিকল্পনা। এর বাইরে ডিসেম্বর থেকে বিভিন্ন এলাকায় বড় পরিসরে জনসভা করারও প্রস্তুতি চলছে। নেতাদের আশা, এসব কর্মসূচির ফলে উজ্জীবিত হবেন তৃণমূলের কর্মীরা।

এছাড়া, টানা দুই বছরের করোনার বিধি নিষেধ উঠে যাওয়ায় সংগঠন গোছানোয় এসেছে নতুন উদ্যম। ২২তম কেন্দ্রীয় সম্মেলন সামনে রেখে বিভিন্ন উপকমিটি গঠন করেছে দলটি।

মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠনগুলোকেও চাঙ্গা করতে নভেম্বর-ডিসেম্বর দুই মাস ধরে চলবে নানা সম্মেলন। সেই সাথে ঢাকার বাইরে দেশজুড়ে হবে জনসভা। মূলত, ভোটের এক বছর আগ থেকেই এবার কোমর বেঁধে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীনরা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বললেন, সামনে দেশের বিভিন্ন অঞ্চলে দলের জনসভা আছে, সেখানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যোগ দেবেন।

দলটির আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, গত ৬-৭ বছরে যেসব দূরবর্তী জেলায় যাওয়া হয়নি কিংবা যেসব জেলায় সভা করা সম্ভব হয়নি, সেসব এলাকায় একে-একে জনসভা করবেন বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

এদিকে, জেলা-উপজেলার নেতাদের সঙ্গে দলের সভানেত্রীর বৈঠক হলে অভ্যন্তরীণ বিরোধ অনেকটাই কমবে বলে নেতাদের বিশ্বাস।

মাহাবুব উল আলম হানিফ বলেন, নভেম্বর বা ডিসেম্বর থেকে উনি (শেখ হাসিনা) তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করবেন। যেসব জেলায় ইতোমধ্যে সম্মেলন হয়ে কমিটি অনুমোদন দেয়া হয়েছে, সেসব জেলার নেতাদের সঙ্গে উনি আগে বসবেন।

আর আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, দল কীভাবে চলবে, দলের ভেতর নেতাকর্মীদের আরও কীভাবে সংগঠিত করবে এসব বিষয় তো থাকবেই। পাশাপাশি তৃণমূল থেকে যারা আসবেন, তাদের কথাও উনি শুনবেন।

গণভবনে ধারাবাহিক এ সভার মাধ্যমে নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থী নির্বাচনেও আওয়ামী লীগ সভানেত্রী স্পষ্ট নির্দেশনা দেবেন বলেও আশা করছেন আওয়ামী লীগ নেতারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply