কার্ডিয়াক অ্যারেস্টের ৯০ মিনিটের মধ্যে প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারী ইনটারভেনরশন (পিসিআই) করা সম্ভব হলে রোগীকে বাঁচানোর সুযোগ থাকে; এ তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রফেসর ডা. শারফুদ্দিন আহমেদ।
বুধবার (২ নভেম্বর) সকালে বিএসএমএমইউ এর ডা. মিলন হলে নিউ হরাইজন ট্রিটমেন্ট ইন ইন্টারভেনশন কার্ডিওলজি শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। সেমিনারে পিসিআই সম্পর্কে অভিজ্ঞতা বর্ণনা করেন বিএসএমএমইউ এর ইন্টারভেনশনাল কার্ডিওলজি অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান। বলেন, হার্টে রক্ত সঞ্চালন ব্যাহত হয়ে জমাট বাধলেই রোগীর কার্ডিয়াক এরেস্ট ঘটে। সেক্ষেত্রে দ্রুততম সময় পিসিআই করে রক্ত প্রবাহ স্বাভাবিক করতে পারলেই মৃত্যু ঝুঁকি কমে যায়।
ডা. এস এম মোস্তফা জামান আরও বলেন, উন্নত বিশ্বের সকল ধরনের কার্ডিয়াক চিকিৎসা এখন বাংলাদেশে সম্ভব। তাই এই চিকিৎসা সহজলভ্য ও দ্রুততর করতে পারলে কার্ডিয়াক চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে না।
/এমএন
Leave a reply