রাজধানীর অভিজাত এলাকার মাদক সিন্ডিকেটের মূলহোতা চন্দন গ্রেফতার

|

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল।

৫০০ গ্রাম আইসসহ রাজধানীর অভিজাত এলাকার মাদক সিন্ডিকেট এর মূলহোতা চন্দন রায়কে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার (১ নভেম্বর) ওয়ারী থানা এলাকা থেকে চন্দনকে গ্রেফতার করা হয়। বুধবার (২ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃত চন্দন রায় রাজধানীর অভিজাত এলাকার তরুণ-তরুণীদের কাছে হোম ডেলিভারির মাধ্যমে নিয়মিত মাদক বিক্রি করে আসছিলো। ২০২০ সালেও একবার আইসসহ গ্রেফতার হয়েছিলো চন্দন। তবে জামিনে বের হয়ে আবারও মাদক বাণিজ্যে সক্রিয় হয় সে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উচ্চমূল্যের মাদক আইস প্রতি গ্রামের বাজার মূল্য ৫০০০ টাকা। এ মাদক টেকনাফ থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় যায়। এ মাদক সেবনে বিকৃত যৌনাচারের প্রতি আসক্তি বাড়াসহ সেবনকারীরা আত্মহত্যার ঝুঁকিতে থাকে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply