খেলা হলে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য কত দাঁড়াবে?

|

ডি/এল মেথডে টাইগারদের সামনে যে হিসাব দাঁড়াচ্ছে।

ভারতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে লিটনের অনবদ্য ব্যাটিংয়ের পর নামে বৃষ্টি। ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রানের পর যখন বৃষ্টির কারণে ম্যাচ থেমে যায় তখনই শুরু হয় বৃষ্টি আইনের হিসাবনিকেশ। তাতে টাইগাররা  ১৭ রানে এগিয়ে।

১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কীভাবে হিসাবে এগিয়ে গেলো বাংলাদেশ? এর কারণ ৭ ওভারে ৬৬ রান তোলার পথে একটিও উইকেট হারায়নি টাইগাররা। যদি ভারত বাংলাদেশের ১ উইকেট তুলে নিতো তাহলে সেই লক্ষ্য দাঁড়াতো ৫৩। যদি ৩ উইকেটও পড়তো তার পর এগিয়ে থাকতো টাইগাররা। সেক্ষেত্রে হয়ে যাওয়া ৭ ওভারে লক্ষ্য থাকতো ৬৫।

ম্যাচের অতিরিক্ত ৩০ মিনিট পেরিয়ে এরইমধ্যে ওভার কাটা শুরু হয়েছে।  বাংলাদেশের লক্ষ্য কেমন হবে তা নির্ভর করছে কত সময় নষ্ট হচ্ছে তার ওপর। যদি ১৮ ওভার খেলা হয় লিটনদের লক্ষ্য থাকবে ১৬৯ রান। ১৬ ওভারে, দাঁড়াবে ১৫১,  ১৫ ওভারে থাকবে ১৪২ রান, ১৩ ওভারে ১২২ রান। আর যদি ১০ ওভার  খেলা হয় তাহলে ৮৯ রান দাঁড়াবে লক্ষ্য। অর্থাৎ আর ৩ ওভারে ২৩ রান করলেই তখন চলবে বাংলাদেশের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply