ফল প্রত্যাখান করে ব্রাজিলে বিক্ষোভ অব্যাহত রেখেছে বোলসোনারোর সমর্থকরা

|

ব্রাজিলে জাতীয় নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ব্যাপক বিক্ষোভ করেছে প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর সমর্থকরা। গতকাল বুধবার (৩ নভেম্বর) দেশটির রাজধানী রিও ডি জেনিরোয় রাজপথে নামে হাজারও মানুষ। খবর রয়টার্সের।

নির্বাচনে বোলসোনারোর পরাজয় মানতে নারাজ তারা। দাবি, ভোট জালিয়াতি করে জয় পেয়েছেন লুলা ডি সিলভা। গত রোববার রাতে শুরু হওয়া অবরোধ কর্মসূচি অব্যাহত ছিল বুধবারও। কমপক্ষে ১২৬টি স্থানে মহাসড়ক বন্ধ করে রাখে বোলসোনারো সমর্থকরা। অন্তত ৭৩২টি স্থান থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। সংঘর্ষও হয় অনেক স্থানে। টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ।

এদিকে, বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। সাধারণ মানুষের ভোগান্তি ও অর্থনৈতিক ক্ষতি বিবেচনায় অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানান তিনি। নির্বাচনে হার মেনে না নিলেও দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া শুরুর কথাও জানান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply