৪ উইকেট হারিয়ে বিপদে পাকিস্তান

|

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাবর আজমরা। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৪৯ রান।

এর আগে প্রথম ওভারে ৪ রান করে পার্নেলের বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফেরেন মোহম্মাদ রিজওয়ান। তারপর ভালো সূচনা করে আউট হন মোহম্মদ হারিস। তিনি করেন ১১ বলে ২৮ রান। অধিনায়ক বাবর আজম আজও ব্যর্থ। বাবর করেছেন ১৫ বলে মাত্র ৬ রান। এরপর সাজঘরে ফিরেছেন শান মাসুদ। তার সংগ্রহ ছিল ৬ বলে মাত্র ২ রান।

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। বাঁচা-মরার এই ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আজকের ম্যাচে পাকিস্তান শিবিরে দুঃসংবাদ আগেই এসেছিল। নির্ভরযোগ্য ব্যাটার ফখর জামান ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন। তার বদলে দলে নেয়া হয়েছে হারিসকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply