নাটোরে গৃহবধূকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা, গ্রেফতার ৪

|

গ্রেফতারকৃত চার আসামি।

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় অনৈতিক সম্পর্কের অভিযোগ দিয়ে গৃহবধূকে সামাজিকভাবে লাঞ্ছিত ও নির্যাতনের মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, আব্দুল হামিদ, আব্দুস সালাম, হাফিজুর রহমান ও মো. ইব্রাহীম।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভেংড়ী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বুধবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব ভেংড়ী গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে এক যুবকসহ দুই সন্তানের জননীকে দড়ি দিয়ে বেঁধে রাখে এলাকার কয়েকজন। স্বামী বিদেশে থাকায় দুই সন্তান নিয়ে বসবাস করতেন ঐ গৃহবধূ।

পরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রাম্য শালিস বসানো হয়। সেখানে বিচারকের ভূমিকায় উপস্থিত হন গ্রামেরই বেশ কয়েকজন। পরে তারা প্রবাসীর স্ত্রীকে ১০০টি বেত্রাঘাত ও জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘোরানোর রায় দেন। সেই সাথে প্রবাসীর স্ত্রী সাথে আটক যুবককে ১০০টি বেত্রাঘাত ও এবং দশ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঐ নারীকে উদ্ধার করে। রাতেই ভুক্তভোগী ঐ গৃহবধূ তাকে নির্যাতন ও সামাজিকভাবে হেনস্তার অভিযোগ এনে ১৩জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনের নামে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। অন্য আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply