ওয়াশিংটন-সিউলের সামরিক মহড়ার মধ্যেই মিসাইল ছুড়লো পিয়ংইয়ং

|

ছবি: সংগৃহীত

ওয়াশিংটন-সিউলের চলমান সামরিক মহড়ার মধ্যেই আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।

শনিবার (৫ নভেম্বর) উপকূলীয় এলাকা থেকে স্বল্প মাত্রার ৪টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিইংইয়ং। এ ঘটনার পরপরই বি-ফিফটি টু বোমারু বিমান নিয়ে মহড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, উত্তর কোরিয়া ইস্যুতে রাশিয়া-চীনকে দোষারোপ করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চলা বিশেষ অধিবেশন মার্কিন প্রতিনিধি এ অভিযোগ আনেন। বলেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে পিইয়ংইয়ংকে সহায়তা করছে মস্কো ও বেইজিং।

প্রসঙ্গত, চলমান ছয় দিনব্যাপি এ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার শতাধিক যুদ্ধবিমান। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন সামরিক সরঞ্জামও।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply