লো সেলসোর ইনজুরিতে আর্জেন্টাইন মিডফিল্ড নিয়ে কোচের সংশয়

|

ছবি: সংগৃহীত

জিওভান্নি লো সেলসোর ইনজুরিতে সংশয়ে পড়েছে পারেদেস ও ডি পলের সাথে ভিয়ারিয়ালের এই ফুটবলারকে নিয়ে গড়া আর্জেন্টাইন মিডফিল্ড। দুশ্চিন্তায় আছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, অন্য খেলোয়াড়দের ভিন্ন সক্ষমতা আছে। তবে লো সেলসোর কোনো বিকল্প নেই।

গত রোববার (৩০ অক্টোবর) লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওয়ের সাথে ম্যাচের ২৪ মিনিটেই তুলে নেয়া হয় ভিয়ারিয়াল মিডফিল্ডার লো সেলসোকে। প্রাথমিকভাবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, পেশিতে চোট পেয়েছেন এই আর্জেন্টাইন। আর এ প্রসঙ্গেই লিওনেল স্কালোনি বলেছেন, লো সেলসোর কোনো সরাসরি বিকল্প নেই তার হাতে।

পাউলো দিবালা ও আনহেল ডি মারিয়ার ইনজুরি পুরনো খবর। দিবালার জন্য বিশ্বকাপ স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেলেও ডি মারিয়া সেরে উঠছেন বলে জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম লা আলবিসেলেস্তে। এবার লো সেলসোর মতো দলের অপরিহার্য সদস্যের ইনজুরিতে আর্জেন্টিনার মিডফিল্ডে লিয়ান্দ্রো পারেদেস ও রদ্রিগো ডি পলের সাথে তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ, এই ৩ মিডফিল্ডারকে নিয়েই কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

আরও পড়ুন: ব্রাজিল এখন আর শুধু নেইমারের ওপর নির্ভরশীল নয়: কাফু

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply