ঝিনাইদহে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

|

ঝিনাইদহে স্বর্ণ চোরাকারবারি সুমন মণ্ডলকে আটক করেছে বিজিবি।

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে ৫টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটককৃত চোরাকারবারি মহেশপুর উপজেলার জিন্নাহনগরের হামিদুল মণ্ডলের ছেলে সুমন মণ্ডল (২৩)।

রোববার (৬ নভেম্বর) বিকেলে জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় বিওপির গুড়দাহ বাজার থেকে তাকে আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর থানার গুড়দাহ বাজারে অপারেশন পরিচালনা করা হয়। এ সময় চোরাচালানকৃত ৫টি স্বর্ণের বারসহ সুমন মণ্ডলকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আসামির পরা স্যান্ডেলের ডান পায়ের তালুর নিচ থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ২টি এবং বাম পায়ের তালুর নিচ থকে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩টিসহ মোট ৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৫৮২.৮৬ গ্রাম (৪৯ ভরি ১৫ আনা)। যার বর্তমান বাজার মূল্য ৪১ লাখ ২২ হাজার টাকা। এ সময় আসামির ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণবার ও আটককৃত আসামিকে মহেশপুর থানায় প্রদান করা হয়েছে।

এএআর/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply