পেশাদার ক্লাবগুলোর অনাগ্রহ নারী প্রিমিয়ার লিগ আয়োজনে বড় অন্তরায়: কিরণ

|

প্রথমবারের মতো নারীদের সাফের সর্বোচ্চ অর্জনের পরও লিগের প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছে না পেশাদার ক্লাবগুলো। ফলে নারীদের লিগে আবারও সেই হাতে গোনা কয়েকটি দলের অংশগ্রহণ। এতো বড় অর্জনের পরও অবহেলিত দেশের নারী ফুটবল লিগ। এমনটাই মনে করেন ওমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

পেশাদার লিগের কেবল বসুন্ধরা কিংসের রয়েছে দাপট। সাথে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। বর্তমান চ্যাম্পিয়ন কিংসের পর সোমবার ঢাক-ঢোল পিটিয়ে বাফুফে ভবনে নারী লিগের বর্তমান রানার্স আপ দলটি। গেল আসর থেকে দলে নেই জাতীয় দলের মার্জিয়া, আনুচিং, সাজেদারা। চলে গেছেন নাজমা, নাসরিনও।

তবে সাফ জয়ী সোহাগীর সাথে রয়েছেন সাথী ও স্বপ্না। জাতীয় দলের সব ফুটবলারদের সাথে লড়াই করতে অবশ্য প্রস্তুত বলে জানান তারা। কোচ রবিউল হাসান খান মনা চান নিজেদের সামর্থ্যের সবটুকু উজার করে দিয়ে চ্যাম্পিয়নশিপ। কাজটা কঠিন হলেও দলের উপর ভরসা রাখছেন তিনি।

আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে নারী লিগের এবারের দলবদল। ১৫ নভেম্বর থেকে মাঠে গড়াবে এবারের আসর।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply