ইমরান খানের সমর্থকদের পুনরায় পদযাত্রা শুরু

|

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের হাজার হাজার সমর্থক বৃহস্পতিবার (১০ নভেম্বর) দেশটির রাজধানী ইসলামাবাদে পুনরায় বিক্ষোভ মিছিল শুরু করেছে। ৭০ বছর বয়সী বিরোধী দলীয় এই নেতাকে হত্যার প্রচেষ্টার কারণে বিক্ষোভ মিছিলটি থেমে গিয়েছিল। হত্যা প্রচেষ্টার ১ সপ্তাহ পরে পুনরায় এটি শুরু হয়। খবর, ভয়েস অফ আমেরিকা’র।

এই আন্দোলন ওয়াজিরাবাদ থেকে শুরু হয়েছিল। পাঞ্জাব প্রদেশের এই জায়গায়ই ইমরান খানকে ৩ নভেম্বর গুলি করা হয়।

সাবেক ক্রিকেট তারকা এবং জনপ্রিয় এই রাজনীতিবিদ তার পায়ে বুলেটের আঘাতে ভুগছেন এবং এখনো প্রাদেশিক রাজধানী লাহোরের বাড়িতে চিকিৎসাধীন আছেন। গুলিতে তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের একজন সদস্য নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ইমরান খান ভার্চুয়ালি বিক্ষোভকারীদের বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সামরিক নেতৃত্বাধীন গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই-এর একজন কর্মকর্তা মেজর-জেনারেল ফয়সাল নাসির তাকে হত্যা করার জন্য হামলার ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

শরীফ সরকার এবং সেনাবাহিনী উভয়েই এই অভিযোগকে “ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন” বক্তব্য বলে প্রত্যাখ্যান করেছে।

এনএএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply