ফাইনালের নায়ক হতে পারেন যারা

|

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনালে মাঠে নামার অপেক্ষায় ইংল্যান্ড-পাকিস্তান। শিরোপা উঁচিয়ে ধরার অপেক্ষায় বাবর আজম ও জস বাটলার। শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এমন খেলোয়াড় দুই দলের সবাই। তবে চলতি আসরে পারফরমেন্সের সাপেক্ষে ফাইনালের নায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকছে যাদের নাম, এক নজর দেখে আসা যাক।

এবারের আসরে এখন পর্যন্ত ইংলিশদের সেরা ব্যাটার অ্যালেক্স হেলস। ৫ ম্যাচে ৫২.৭৫ গড়ে করেছেন ২১১ রান। সেমিতে ৪৭ বলে অপরাজিত ৮৬ রানের হেলস-ঝড়ে কেঁপেছে ভারত। পাকিস্তানের পক্ষে বেশি রান রিজওয়ানের। ৬ ম্যাচে করেছেন ১৬০ রান। সেমিতে কিউইদের বিপক্ষে ৫৭ রানের ইনিংস খেলে দলকে তুলেছেন ফাইনালে।

বোলারদের তালিকায় পাশাপাশি অবস্থান স্যাম কারেন ও শাহিন আফ্রিদির। দুজনই পেয়েছেন সমান ১০টি করে উইকেট। তবে শাহিন শাহর চেয়ে এক ম্যাচ কম খেলা কারেনের ঝুলিতে রয়েছে ১০ রানে ৫ উইকেটের টুর্নামেন্ট সেরা বোলিং ফিগার।

সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টির দিকে তাকালে নাম উঠে আসবে জস বাটলার ও বাবর আজমের। শেষ ৮ ম্যাচে ৫৮ গড়ে ৩৪৯ রান করেছেন ইংলিশ ক্যাপ্টেন। স্ট্রাইক রেটটাও ঈর্ষণীয়। অন্যদিকে ১০ ম্যাচে ২৯ গড়ে ২৬২ রান পাক অধিনায়কের। তবে স্ট্রাইক রেটে অনেকটাই পিছিয়ে বাবর। বোলিংয়ে ধারাবাহিক মার্ক উড ও শাদাব খান।

টি-টোয়েন্টি ক্রিকেটে মুখোমুখি দু’দলের সেরাদের তালিকায় চোখ বোলানো যাক। সেরা পাঁচ ব্যাটারের মধ্যে বর্তমান দলে আছেন মাত্র দু’জন। দু’জনই পাকিস্তানের আর দু’জনই আছেন শীর্ষে। ইংলিশদের বিপক্ষে বাবর-রিজওয়ানের পরিসংখ্যানটা দেখার মতো হলেও সাম্প্রতিক সময়ে ঝড় তোলার কথা বললে আবার এগিয়ে দুই ইংলিশ ওপেনার। সেরা পাঁচ বোলারদের তালিকায় প্রথম তিনজনই ইংল্যান্ডের। আছে দুই লেগি আদিল রশিদ ও শাদাব খানসহ পেসার হারিস রউফের নাম।

আরও পড়ুন: ফাইনালে কি প্রভাব ফেলবে মেলবোর্নের অনিশ্চিত আবহাওয়া?

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply