আহতদের সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়ার দাবি

|

কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিশিষ্টজনেরা। একইসাথে হামলায় আহত শিক্ষার্থীদের সরকারি হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিতের দাবিও করেছেন তারা।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ’ ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।

এসময় গত বুধবার বিকেলে একই কর্মসূচিতে পুলিশি বাধার নিন্দাও জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার তরুণ প্রজন্মের নায্য দাবির প্রতি অবজ্ঞা করছে। তাই অবিলম্বে কোটা সংস্কার নিয়ে দেশব্যাপী হামলার বিচার এবং দ্রুত প্রজ্ঞাপন জারি করার দাবি জানিয়েছেন উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply