আশিয়ান সম্মেলনের পরই করোনা পজেটিভ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

|

কম্বোডিয়ান প্রধানমন্ত্রী হুন সেন। ছবি: সংগৃহীত।

করোনা আক্রান্ত হয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। এরই মধ্যে জি-টোয়েন্টির সম্মেলনে যোগদান বাতিল করে দেশে ফিরে গেছেন তিনি। এর কিছুদিন আগেই কম্বোডিয়ার রাজধানী নমপেনে আশিয়ান সম্মেলনে যোগ দিয়েছিলেন হুন সেন। সেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। এরপরই কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর করোনা পজেটিভ হওয়ার খবর এলো। খবর এনডিটিভির।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী হুন সেন। এর আগে শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর জোট জি-টোয়েন্টির সম্মেলনে যোগ দিতেই ইন্দোনেশিয়া পৌঁছেছিলেন তিনি। সেখানে সোমবার রাতে তার করোনা শনাক্ত হয়। মঙ্গলবার সকালে ইন্দোনেশীয় চিকিৎসকরা নমুনা পরীক্ষার পর তার সংক্রমণের খবর নিশ্চিত করেন।

ফেসবুক পেজে হুন সেন জানান, দেরিতে পৌঁছানোর কারণে বিশ্বনেতাদের সাথে নৈশভোজে অংশ নিতে পারেননি তিনি। সেটাই বরং সবার জন্য কল্যাণকর হয়েছে।

গত সপ্তাহে কম্বোডিয়ায় আসিয়ান সম্মেলনের নানা আয়োজন ছিল। সেখানে আঞ্চলিক নেতাদের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও অংশ নেন। সবার সাথে করমর্দনের পাশাপাশি আতিথেয়তা করেন হুন সেন। তাই কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর কোভিড আক্রান্তের খবরে অন্যান্য বিশ্বনেতাদের স্বাস্থ্য নিয়েও এখন ঝুঁকি বাড়ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply