এক সপ্তাহ পর আবারও ক্ষেপণাস্ত্র ছুড়লো পিয়ংইয়ং

|

এবিসি নিউজ থেকে সংগৃহীত ছবি।

এক সপ্তাহের বিরতির পর আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। খবর এবিসি নিউজের।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দেশটির পূর্ব উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রটি প্রায় দেড়শ মাইল দূরের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

জানা গেছে, পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইলটি ভূমি থেকে ভূমিতে আঘাত হানার লক্ষ্যে তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুধু মিসাইলই নয়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া চলাকালেও সাগরে কয়েকশ রাউন্ড কামানের গোলা নিক্ষেপ করে পিয়ংইয়ং।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply