পোল্যান্ডের মিসাইল বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রেসিডেন্ট আন্দ্রে

|

পোল্যান্ডের মিসাইল বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রে দুদা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সংবাদ বিবৃতিতে বলেন প্রতিবেশী দেশগুলোয় চলমান যুদ্ধের কারণেই এ ক্ষয়ক্ষতি। খবর রয়টার্সের।

আন্দ্রে জানান, হামলা থেকে বাঁচতে ইউক্রেন প্রতিরোধ গড়ে তোলায় এ দুর্ঘটনা। নতুবা পোল্যান্ডের ক্ষতিসাধণ করতে চায় না কোনো রাষ্ট্র। গেলো মঙ্গলবার সীমান্তবর্তী গ্রাম প্রেজিদো’য় বিস্ফোরিত হয় একটি ক্ষেপণাস্ত্র। প্রাণ হারান দুই সাধারণ কৃষক। সদস্যরাষ্ট্রে অনাকাঙ্খিত ঘটনার তদন্তে নামে- ন্যাটো।

বারবার রাশিয়ার দিকে অভিযোগের আঙ্গুল তোলে পশ্চিমা বিশ্ব। কিন্তু প্রাথমিক তদন্ত শেষে ন্যাটো এবং পোল্যান্ড ঘোষণা দেয় মিসাইলটি ছুড়েছে ইউক্রেনীয় সেনাবহর। তবে সেটি ইচ্ছাকৃত নয়। রাশিয়ার তুমুল হামলা ঠেকাতেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া হয়েছিলো মিসাইলটি। যা লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply