ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার-বলগেটসহ আটক ১৬

|

ভোলা প্রতিনিধি :

ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও দুটি বলগেটসহ ১৬ জনকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃতরা লক্ষ্মীপুর ও যশোর জেলার বাসিন্দা।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মেঘনা নদী থেকে ড্রেজার ও বলগেটসহ তাদের আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় ভোলার ইলিশার মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বলগেটে ভর্তি করার সময় একটি ড্রেজার ও দুটি বলগেটসহ জড়িত ১৬ জনকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার, বলগেট ও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে। কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply