ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতার মৃত্যুর অভিযোগ

|

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গুলিতে, মোহম্মদ নয়ন নামে এক ছাত্রদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। নেতাকর্মীরা দাবি করছেন পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তার।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নয়ন বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি। এ ঘটনায় ছাত্রদল ও যুবদলের আরও অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় বাঞ্ছারামপুর থানার ওসি নূরে আলমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে পু্লিশ।

স্থানীয় নেতৃবৃন্দ জানায়, ২৬ নভেম্বর কুমিল্লায় অনুষ্ঠিতব্য বিএনপির বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে রাস্তায় লিফলেট বিতরণ করছিল বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ গুলি ছুঁড়লে, আহত হন ছাত্রদল নেতা নয়ন। পরে হাসপাতালে মৃত্যু হয় তার।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply