জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লব খুন হননি। তিনি বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবে মারা গেছেন। এমন দাবি করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ ঘটনার সিসিটিভি ফুটেজ এসেছে পুলিশের হাতে। তারা জানায়, ৭ নভেম্বর বিকেল ৫টার পর কেরানীগঞ্জের বটতলা ঘাট থেকে বুড়িগঙ্গা পাড়ি দিয়ে সোয়ারীঘাট আসছিলেন বিপ্লব। ওই নৌকার মালিক ও মাঝি ছিলেন শামসু নামের একজন। একই সময়ে ঢাকা-বরিশাল রুটের মর্নিংসান-৫ লঞ্চটি সোয়ারীঘাট থেকে সদরঘাটের উদ্দেশে যাত্রা করে। পথে লঞ্চটি ধাক্কা দিলে উল্টে যায় নৌকাটি।
এ ঘটনার পরপরই আশপাশের নৌকা গিয়ে চার যাত্রী ও মাঝিকে উদ্ধার করে। তবে নিখোঁজ হন এক যাত্রী। তিনিই দুরন্ত বিপ্লব ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পিবিআই। সাঁতার না জানায় তিনি প্রাণরক্ষা করতে পারেননি বলেও জানান কর্মকর্তারা।
/এম ই
Leave a reply