মেসি বিশ্বকাপ না জিতলে তা হবে অন্যায়: এনরিকে

|

ছবি: সংগৃহীত

বার্সেলোনায় লিওনেল মেসির কোচ ছিলেন বর্তমানে স্পেনের জাতীয় দলের দায়িত্বে থাকা লুইস এনরিকে। প্রিয় শিষ্যের প্রতি অনুরাগটা তিনি বিশ্বকাপ শুরুর প্রাক্কালেও লুকোননি। বলেছেন, মেসি যদি বিশ্বকাপ না জিতেই অবসরে যায় তবে তা অন্যায় হবে। খবর গোল ডটকমের।

লা রোহাদের বস ৫২ বছর বয়সী লুইস এনরিকে টুইট করে বলেছেন, স্পেন যদি বিশ্বকাপ না জেতে তবে আমি চাইবো, আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হোক। আর সেটা মেসির জন্য। বিশ্বকাপ না জিতেই মেসি অবসর নিলে তা অন্যায় হবে।

স্পেন তাদের ইতিহাসের একমাত্র বিশ্বকাপ শিরোপা জয় করেছে ২০১০ সালে। অন্যদিকে, সবশেষ বিশ্বকাপের স্বাদ আর্জেন্টিনা পেয়েছিল ৩৬ বছর আগে। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বয়স এখন ৩৫। সম্ভবত এটাই তার শেষ বিশ্বকাপ। তাই মেসিকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, ক্লাব বিশ্বকাপ জেতা লুইস এনরিকে স্পেনের দায়িত্ব নিয়েও মেসির প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন।

আরও পড়ুন: ২২ হাজার কোটি টাকার কাতার বিশ্বকাপে যা কিছু প্রথম

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply