আর্জেন্টিনার পতাকা ছেঁড়ায় ব্রাজিল সমর্থকদের বিরুদ্ধে থানায় অভিযোগ

|

স্টাফ করেসপন্ডেন্ট, জামালপুর:

জামালপুরের সরিষাবাড়ীতে আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলায় ব্রাজিল সমর্থকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে এক আর্জেন্টিনা সমর্থক। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে সরিষাবাড়ী থানায় মাসুদুর রহমান নামে ওই আর্জেন্টিনা সমর্থক অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, কাতার বিশ্বকাপ উপলক্ষ্যে শুক্রবার (১৮ নভেম্বর) মিছিল শেষে বিজেএমসি মসজিদের সামনে থেকে ডাকবাংলো পর্যন্ত ১ হাজার ৬০ ফুট দীর্ঘ একটি পতাকা টাঙান আর্জেন্টিনার সমর্থকরা। মঙ্গলবার (২২ নভেম্বর) নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে আর্জেন্টিনার পরাজয়ে সন্ধ্যার পর বিজয় মিছিল করে ব্রাজিল সমর্থকরা। মিছিলের পর রাতে ব্রাজিলের অজ্ঞাত সমর্থকরা শত্রুতাবশত সোনালী ব্যাংকের সামনের অংশে আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাসুদুর রহমান অভিযোগটি দায়ের করেন।

মাসুদুর রহমান বলেন, সষিরাবাড়ীতে আমরা ১ হাজার ৬০ ফুটের একটি পতাকা টাঙিয়েছিলাম। আর্জেন্টিনা হারছে বলে যে পতাকা ছিঁড়তে হবে এরকম কোনো কথা নাই। পতাকা কোনো সুস্থ মানুষ ছিঁড়তে পারে না। কিন্তু তারা (ব্রাজিল সমর্থকরা) কী ভেবে ছিঁড়ল তারাই ভালো জানে। আমি ইতোমধ্যে সরিষাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে সরিষাবাড়ি থানার ওসি মহব্বত কবীর বলেন, আর্জেন্টিনা সমর্থকরা পৌরসভার সামনে ১ হাজার ৬০ ফুট দীর্ঘ একটি পতাকা টাঙায়। সৌদি আরব-আর্জেন্টিনা ম্যাচের পর কে বা কারা সেটি ছিঁড়ে ফেলে। এ মর্মে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply