দেশ অস্থিতিশীল করতে চাইলে ভুল করবেন: বিএনপির উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী

|

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি।

জানমালের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা দেশকে অস্থিতিশীল করতে চান, তারা ভুল করবেন। তারা বোকার রাজ্যে বসবাস করছেন। বিএনপির উদ্দেশ্যে এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিক দলের কর্মসূচি থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই কর্মসূচির মধ্য দিয়ে মানুষের ক্ষতি সহ্য করা হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপির ১০ ডিসেম্বরের সভা নির্বিঘ্ন করতে ছাত্রলীগের সম্মেলন এগিয়ে এনেছে আওয়ামী লীগ। সরকার সহনশীল আচরণ করছে বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply