পেরুতে অভিশংসনে ক্ষমতাচ্যুত কাস্তিলো, নতুন প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে

|

লাতিন দেশ পেরুতে নাটকীয় অভিসংশন প্রক্রিয়ার পর প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নিলেন পেদ্রো কাস্তিলো। প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন দিনা বোলুয়ার্তে। খবর রয়টার্সের।

গতকাল বুধবার (৭ ডিসেম্বর) টানটান উত্তেজনার একটি দিন পার করে পেরুর রাজনীতি। এদিন সকালে জরুরি অবস্থা জারি করেন কাস্তিলো। ঘোষণা দেন, পার্লামেন্ট ভেঙে বিশেষ সরকার গঠনের। তবে আইনপ্রণেতারা প্রত্যাখ্যান করেন এ সিদ্ধান্ত। পার্লামেন্টের বিশেষ অধিবেশনে অভিসংশনের পক্ষে রায় দেন ১০১ এমপি। বিরোধিতা করেন মাত্র ৬ জন।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর রাজনৈতিক ঐক্যের আহ্বান জানান ৬০ বছর বয়সী আইনজীবী দিনা বোলুয়ার্তে। দেশকে সংকট থেকে উত্তরণে সময় চান তিনি। পেদ্রো কাস্তিলোর অভিসংশনের বিরুদ্ধে রাজধানী লিমায় বিক্ষোভ করেন তার সমর্থকরা। নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply