রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্কের উদ্বোধন

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের তিনটি স্থাপনা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ ডিসেম্বর) ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২-এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভার্চুয়ালি এগুলোর উদ্বোধন করেন তিনি।

স্থাপনাগুলো হলো- রাজশাহী বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের প্রধান স্থাপনা, জয় সিলিকন টাওয়ার, বঙ্গবন্ধু ডিজিটাল মিউজিয়াম ও সিনেপ্লেক্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে
তা বিশ্বের অনেকের কাছেই অনুকরণীয়। রাজশাহীতে এই হাইটেক পার্ক কর্মসংস্থানের পাশাপাশি এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ শুধু ডিজিটাল নয়, পরিণত হবে স্মার্ট কান্ট্রিতে।

বঙ্গবন্ধু হাইটেক পার্কের প্রকল্প পরিচালক একেএম ফজলুল হক বলেন, ২০১৭ সালে ৩৩৫ কোটি টাকা ব্যয়ে রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এখানে প্রায় ১৪ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে এটি ভূমিকা রাখবে।

এএআর/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply