গ্রিসে ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিলেন এরদোগান

|

গ্রিসে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের উত্তর স্যামসুন প্রদেশে এক অনুষ্ঠানে এ হুমকি দেন তিনি। খবর বার্তা সংস্থা এপির।

খবরে বলা হয়, দেশটির আজিয়ান সমুদ্রসহ অঞ্চলটির একাংশ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ রয়েছে। কিন্তু এই প্রথমবার মিসাইল হামলার হুমকি দিলেন এরদোগান।

এরদোগান বলেন, নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘তাইফুন’ বানানো শুরু করেছে তুরস্ক। এ ঘটনায় গ্রিসের ভীত আতঙ্কিত হওয়ার কথা। কারণ- গ্রিক ভাষায় শব্দটির অর্থ ভয়ার্ত। যা রাজধানী এথেন্সে আঘাত হানতে সক্ষম। গ্রিকদের বলবো শান্ত থাকুন। তড়িঘড়ি যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের থেকে অস্ত্র কেনার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply