বিশ্বকাপ জিতে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান আর্জেন্টাইন গোলরক্ষক

|

আর্জেন্টিনার অর্থনৈতিক অবস্থা ভালো নয়। দেশের মানুষের মুখে হাসি ফোটাতে এবারের বিশ্বকাপটা জিততে চান আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ৯০ এর বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে উঠিয়েছিলেন গোলকিপার গয়কোচিয়া। কাতার বিশ্বকাপে গোলবারের বাজপাখি হয়ে ৯০ এর গয়কোচিয়াকে মনে করাচ্ছেন এমিলিয়ানো।

১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে খাদের কিনারা থেকে ফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন গোলকিপার সের্হিও গয়কোচিয়া। কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালে যুগোস্লাভিয়া ও ইতালির বিপক্ষে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান গোলকিপার গয়কোচিয়া। কাতারে যেন তারই পুনরাবৃত্তি। তবে এবার আর শিরোপাটা হাতছাড়া করতে চায় না বাইশের গয়কোচিয়া এমিলিয়ানো।

এমিলিয়ানো মার্টিনেজ, ডাক নাম দিবু। যে বাজপাখির গ্লাভসে এখনো বেঁচে আছে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন। নকআউট পর্বের দুই ম্যাচ শেষেই আর্জেন্টিনার ফুটবলারদের এমিলিয়ানে মার্টিনেজের দিকে সেই ছুটে চলার দৃশ্য বলে দেয় ওই হাতের গ্লাভসেই আসল ম্যাজিক। যেটাকে আকাশি নীলের আবেগ আর ভালোবাসা বলেন এমিলিয়ানো।

এমিলিয়ানো মার্তিনেজ বলেন, আমরা হৃদয় দিয়ে খেলে বিশ্বকাপের সেমিফাইনালে এসেছি। আমাদের দেশের মানুষের মতোই আমরা সবাই রোমাঞ্চিত। আমরা ম্যাচটা জেতার চেষ্টা করবো আর্জেন্টিনার সাড়ে চার কোটি মানুষের জন্য।

পেশাদারী খেলায় এমির অভিষেক আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেনডিয়েন্টের হয়ে। সেখান থেকে ইংলিশ ক্লাব আর্সেনালে আসেন ২০১০ সালে। এরপর বিভিন্ন ক্লাবে লোনে খেলে ২০২০ সালে থিতু হন বর্তমান ক্লাব অ্যাস্টন ভিলায়। সে বছর দলকে ১৫ ম্যাচে ক্লিন শিট রাখেন অর্থাৎ গোল বারের অক্ষত প্রহরী ছিলেন তিনি। আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ জাতীয় দলে খেলে ২০২১ সালে ডাক পান সিনিয়র দলে। সেবারই কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে তিনটি শট ঠেকিয়ে ব্যাপকভাবে আলোচনায় আসেন মার্টিনেজ। স্বপ্নের পথে এগিয়ে যেতে চান দেশের মানুষের জন্য।

এমিলিয়ানো মার্তিনেজ আরও বলেন, আমাদের দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। দেশের মানুষ খুব কঠিন একটা সময় পার করছে। এবার বিশ্বকাপ জিতে আমরা দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই।

৯০ এর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনের কাছে হেরেও ফাইনালে ওঠে ম্যারাডোনার আর্জেন্টিনা। তবে ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় আকাশি নীলদের। কাতার বিশ্বকাপের শুরুটা ৯০ এর স্মৃতি মনে করিয়ে দিলেও শেষ হাসিটা হাসতে চান মেসি-মার্টিনেজরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply