থিও হার্নান্দেজের অ্যাক্রোবেটিক ভলিতে ফ্রান্সের লিড

|

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে এসে প্রথমবারের মতো পিছিয়ে গেলো মরক্কো। ম্যাচের ৫ মিনিটেই ফরাসি লেফট ব্যাক থিও হার্নান্দেজের গোলে লিড নেয় ফ্রান্স। আর বিশ্বকাপে প্রথমবারের মতো প্রতিপক্ষের খেলোয়াড়ের কাছে গোল হজম করলো ওয়ালিদ রেগ্রাগুইয়ের শিষ্যরা।

ফ্রান্সের বিপক্ষে অঘটনের স্বপ্ন নিয়ে খেলতে নেমে সম্ভাব্য সবচেয়ে বাজে সূচনাই করেছে মরক্কো। ডানপ্রান্ত থেকে কিলিয়ান এমবাপ্পের দিকে বল বাড়ান আতোয়ান গ্রিজমান। তবে তার সামনে বেশ কয়েকজন ডিফেন্ডার থাকায় বল চলে যায় ডি বক্সের বাম পাশে অরক্ষিত থাকা থিও হার্নান্দেজের সামনে। অ্যাক্রোবেটিক ভলিতে দুরূহ কোণ থেকে মরোক্কান গোলরক্ষক বোনোকে পরাস্ত করে ফ্রান্সকে এগিয়ে দেন থিও হার্নান্দেজ।

ফ্রান্স একাদশ:

লরিস (গোলরক্ষক), হার্নান্দেজ, কোনাতে, ভারানে, জুলস কুন্দে, ফোফানো, শুয়ামেনি, এমবাপ্পে, গ্রিজম্যান, ডেম্বেলে, জিরু।

মরক্কো একাদশ:

বোনো (গোলরক্ষক), আশরাফ হাকিমি, এগুয়ার্ড , রোমান সাস, নুসায়ের মাজরাউই, জাওইয়াদ এল ইয়ামিখ, সোফিয়েন আমরাবাত, আজেদিন ওউনাহি, হাকিম জিয়েচ, সোফিয়েন বাউফাল, ইউসেফ এন নেসাইরি।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply