সাতক্ষীরায় মুক্তিযুদ্ধকালীন মর্টারশেল উদ্ধারের পর বিস্ফোরণ

|

মর্টার বিস্ফোরণের দৃশ্য।

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে মুক্তিযুদ্ধের সময়কার একটি মর্টারশেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে খুলনা র‍্যাব-৬ এর মেজর গালিবের নেতৃত্বে বম্ব ডিসপোজাল ইউনিট এটির বিস্ফোরণ ঘটায়।

এর আগে, গত বুধবার (১৪ ডিসেম্বর) বিজিবি ক্যাম্পের সামনে ইসমাইলের পুকুর খননের সময় মুক্তিযুদ্ধকালীন একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার হয়। পরবর্তীতে সেটি নিজেদের হেফাজতে নেয় বিজিবি।

কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন মৃ্ধা বলেন, পুকুরটি খননের সময় মুক্তিযুদ্ধকালীন একটি মর্টারশেল পাওয়া যায়। বৃহস্পতিবার বিকেলে সেটির বিস্ফোরণ ঘটিয়ে বিনষ্ট করা হয়েছে। বিস্ফোরণকালে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply