আবারও নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মাঝে। এ সংঘর্ষে একজন নিহত ও নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর এপির।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আফগানিস্তান-পাকিস্তানের চামান-স্পিন বোলদাক সীমান্ত ক্রসিংয়ের কাছে সংঘটিত হয়
এর আগে, গত রোববার (১১ ডিসেম্বর) আফগানিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাপক গোলাবর্ষণে পাকিস্তানের ৮ বেসামরিক নাগরিক ও এক আফগান সৈন্যের প্রাণহানি ঘটে। ওইদিন আফগান বাহিনীর গোলায় আহত হন আরও অন্তত ১৭ পাকিস্তানি।
সে ঘটনার রেশ কাটতে না কাটতে দুই দেশের সীমান্তরক্ষীদের মাঝে নতুন করে এ সংঘর্ষ শুরু হয়েছে। গত রোববারের ওই সংঘর্ষের জন্য উভয়পক্ষই পরস্পরকে দায়ী করেছে।
বেলুচিস্তানের প্রাদেশিক কর্মকর্তা ও অতিরিক্ত মুখ্য সচিব জাহিদ সেলিম গনমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার পাকিস্তানি সীমান্তরক্ষীরা রোববারের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত সীমান্ত বেড়ার একটি অংশ মেরামত করতে গেলে সংঘর্ষ শুরু হয়।
তবে নতুন এ সংঘাতের বিষয়ে তাৎক্ষণিকভাবে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের পুলিশের মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি।
/এসএইচ
Leave a reply