ফাইনালের আগে ফ্রান্স শিবিরে ‘ক্যামেল ভাইরাস’ আতঙ্ক

|

ছবি: সংগৃহীত

ফাইনালের আগেও ফ্রান্স শিবিরে আতঙ্ক। ক্যামেল ভাইরাসের উপসর্গ দেখা গিয়েছে দায়োত উপামেকানো, আন্দ্রিয়া রাবিও ও কিংসলি কোমান। খবর ডেইলি মেইল’র।

সেমিফাইনালের আগে জ্বর এসেছিল রাবিও ও উপামেকানোর। এরপর শুরু হয় কাশি। মরক্কোকে ২–০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর জানা যায়, ‘ক্যামেল ভাইরাস’ ফ্লুতে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিয়েছে কোমানের।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেছেন এই ভাইরাস যদি দলের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে আমাদের ফাইনাল খেলা অনেক কঠিন হয়ে যাবে। আক্রান্ত খেলোয়াড়দের সর্বোচ্চ যত্ন নেয়া হচ্ছে। একইসাথে সব ধরনের সতর্কতা নেয়া হয়েছে যেন ভাইরাস দলের বাকি সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে।

ক্যামেল ভাইরাসে আক্রান্ত হওয়ার মূল লক্ষ্মণ হলো- প্রথমে জ্বর আসবে, এরপর কাশি সেই সাথে ডায়রিয়া আর বমি বমি ভাব। সব মিলিয়ে এই ফ্লু নিয়ে ফুটবল খেলা কোনোভাবেই সম্ভব নয়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply