বিক্রি হয়নি টিকিট, ভারতে ৭০টির বেশি হলে বাতিল অ্যাভাটারের শো

|

আজ ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে জেমস ক্যামেরুনের ছবি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। কিন্তু অগ্রিম টিকেট বিক্রি না হওয়ায় বাতিল করতে হয়েছে ভারতের ৭০টির বেশি হলের শো।

জানা গেছে, মুম্বাই এবং চেন্নাইয়ের আশপাশের বেশ কিছু শহরে পরিস্থিতি একই। ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত হলিউডের এমন ছবি দেখতে যে দর্শক আগ্রহী নন তা এ ঘটনার মাধ্যমে বোঝা গেলো। অথচ একই সময়ে স্পাইডারম্যান নো ওয়ে হোম’ (২০২১), ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ (২০২২), ‘ব্রহ্মাস্ত্র’ (২০২২) ভালই চলেছিল।

এদিকে, হল মালিকরা বলছেন, টিকিটের দাম কিছুটা বেশি হওয়ায় আগ্রহ হারিয়েছেন দর্শক। তবে কলকাতায় এখনও প্রতিক্রিয়া বেশ ভালই। সকালের শো দেখে আপ্লুত বহু দর্শক।

এ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি ‘অ্যাভাটার ৩’ মুক্তির তারিখ ঠিক হয়ে আছে দু’বছর আগে থেকে। ২০২৪ সালের ২০ ডিসেম্বর মুক্তি পাবে তৃতীয় ‘অ্যাভাটার’।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply