মালয়েশিয়ার একটি ক্যাম্পিং এলাকায় ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন ২১ জন। এদের মধ্যে ৫ জন শিশু ও ১২ জন নারী রয়েছেন। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় কিলোমিটার দূরে অবস্থিত সেলেঙ্গরের পাহাড়ি এলাকায় ভূমিধস হয়।
স্থানীয় ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানান, ভূমিধসে ওই এলাকায় থাকা অর্গানিক খামারসহ গোটা ক্যাম্পিং এলাকা প্রায় ১০০ ফুট গভীরে দেবে গেছে। দুর্ঘটনার পর থেকে সেখানে প্রায় ৪০০ কর্মী উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
স্থানীয় ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী দুর্ঘটনার সময় নারী ও শিশুসহ মোট ৯৪ জন ওই ক্যাম্পিং সাইটটিতে ছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ৬১ জনকে জীবিত এবং ২১ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ১২ জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার তৎপরতা এখনও চলছে বলেও জানান তিনি।
এএআর/
Leave a reply