স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, বিএনপির নেতারা বলেছিল ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে। এসব ভাওতাবাজি তারা আগেও দিয়েছে, এখনও দিচ্ছে, ভবিষ্যতেও দেবে। এভাবে অনেক ১০ তারিখ চলে যাবে কিন্তু তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচরে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন শেষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, আমাদের স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার, সেটা হয়েছে। এখন আমাদের একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য আমাদের সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদের সবদিক থেকে আধুনিক করতে হবে। তাহলেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, সিভিল সার্জন মো. মুনীর আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ।
এএআর/
Leave a reply