পুরোনা দরেই বিক্রি হচ্ছে সয়াবিন ও পাম তেল

|

সয়াবিন ও পাম তেল পুরোনা দরেই বিক্রি হচ্ছে। গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিল, রোববার থেকে খুচরা পর্যায়ে লিটার প্রতি সয়াবিন তেল ৫ টাকা কমে ১৮৭ টাকা দরে বিক্রি হবে। পাম তেল লিটার প্রতি ৪ টাকা কমে ১১৭ টাকা দরে বিক্রি হওয়ার কথা। কিন্তু বাজারে এখনও আগের দরই বহাল রয়েছে।

দোকাদাররা জানিয়েছেন, নতুন দরে সয়াবিন ও পাম তেল তাদের কাছে এখনও সরবরাহ করা হয়নি। এজন্য বোতলের গায়ে লেখা পুরানো দরেই বিক্রি করছেন সয়াবিন তেল। নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত ও মূল্য পর্যালোচনা করে গত ১৩ ডিসেম্বর, সয়াবিন তেল ও পাম তেলের দাম নির্ধারণ করা হয়। আর ১৫ ডিসেম্বর দর কমার ঘোষণা দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

এদিকে, ক্রেতাদের অভিযোগ সরকারের দাম কমানোর ঘোষণা কার্যকরে বরাবরের মতো এবারও গড়িমসি করছেন ব্যবসায়ীরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply