থাইল্যান্ডে সাগরে নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। এসময় ওই জাহাজটিতে ছিলেন শতাধিক ক্রু। অর্ধশতাধিক ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়েছে এখন পর্যন্ত। নিখোঁজ আছেন আরও অনেকে। খবর আল জাজিরার।
রোববার (১৯ ডিসেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, ব্যাংককের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে ডুবে যায় জাহাজটি। প্রচণ্ড ঝড়ের কারণে এই দুর্ঘটনা হয় বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, তীব্র ঢেউয়ের কারণে জাহাজটির ভেতরে পানি ঢুকে যায়। ইঞ্জিনে শর্টসার্কিটের কারণে নিয়ন্ত্রণ হারায় জাহাজটি। এক পর্যায়ে এক পাশে কাত হয়ে ডুবে যায় সুখোথাই নামের এ যুদ্ধজাহাজ।
কর্ভেট যুদ্ধজাহাজটিতে ১০৬ জন নাবিক ছিলেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বয়া এবং ভেলায় চড়ে জীবন বাঁচানোর চেষ্টা করছেন অনেক নাবিক। এ ঘটনার পরই শুরু হয় উদ্ধার অভিযান। উদ্ধারকাজে নৌবাহিনীর আরও তিনটি জাহাজ এবং দুটি হেলিকপ্টার পাঠানো হয়। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে। এখনও নিখোঁজ ৩১ জন। উদ্ধারকৃতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
এসজেড/
Leave a reply